Skip to main content

Posts

Showing posts from March, 2023

শ্রীচরণেষু মা - A series of unsent letters to my mother

পর্ব - ২  শ্রীচরণেষু মা, একাকিত্ব বড়ো অদ্ভুত জিনিস।  মানুষ কে বড্ড পাল্টে দেয়।  যে বাবার সাথে এক সংসার এ থাকবো না বলে সাত সমুদ্র তেরো নদীর পারে চলে এলাম, সেই বাবার জন্যেই বাড়ি ফেরার সময় কি উপহার নেবো তাই ভাবি এ দোকান সে দোকান ঘুরতে ঘুরতে।  একটা বয়েসে এসে বোধ হয় মানুষ সত্যিই আপনজনদের ক্ষমা করে দিতে শিখে যায়। বা হয়তো এ সব একমাত্র আমারই বৈশিষ্ট ; রাগ জমিয়ে রাখতে আমি কোনোদিনই পারিনা।  বহুকাল আগে এক বন্ধুর মুখে শোনা কিছু মহামূল্যবান কথা মনে থেকে গিয়েছিলো : মা বাবা তো আর পছন্দ করা যায় না , আর পাল্টানোও যায় না, তাই হয়তো একটা সময়ের পর ছোটবেলার সব কথা ভুলে তাদেরকে ক্ষমা করে দিতে হয়, বুঝতে শিখতে হয় যে মা-বাবা (আর আমার ক্ষেত্রে দিদিও) ছাড়া আর কেউ আপন হয়না, কোনোদিন ও নয়।   যে একা থাকার, স্বাধীনতার জন্যে আমি চার বছর আগে বাড়ি ছেড়েছিলাম, সেই একা থাকাই আজ আমায় তাড়িয়ে বেড়ায়।  মনে হয় স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে এত দূর চলে এসেছি যে ফেরার পথ ধোঁয়াশা,অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়েছে।  বাড়ি কবে ফিরবো জানি, কিন্তু মনে হয় কিভাবে ফিরবো তা ভুলতে বসেছি। আচ্ছা মা, মানুষ যা চায় ...

শ্রীচরণেষু মা - A series of unsent letters to my mother

পর্ব - ১   শ্রীচরণেষু মা,  আজ খুব ভোরে ঘুম ভেঙে যায়, কোনো দুঃস্বপ্ন দেখছিলাম কিনা বলতে পারিনা তবে মন বড় অস্থির হয়ে পড়েছিল নিদ্রাভঙ্গের সময়। তারপর একেবারে বিছানা ছেড়ে উঠে কিছুক্ষন যাবৎ কালকের লেখা একটা খসড়া নিয়ে বসলাম ব্লগ এ আপলোড করবো বলে ; করতে করতে হঠাৎ দূর থেকে ট্রেন এর আওয়াজ কানে এলো।  বড় অদ্ভুত এই স্মৃতিচারণের জগৎ। এক ঝলক এ বহুবছর পূর্বে ভাসিয়ে নিয়ে চলে গেলো : ছোটবেলার কথাগুলো, খড়্গপুরের  সব স্মৃতির ঢেউ হয়ে মনে আছাড় দেয়। একটা বয়েস এর পর বোধহয় সবার স্মৃতির কৌটো গুলো এক এক করে জীবনের আলমারির সব তাক ভরিয়ে দেয়।  আর বাকি জীবন টা সেই তাক থেকে একটা একটা কৌটো নামিয়ে পরিষ্কার করে আবার সযত্নে তুলে রাখতে রাখতেই অতিবাহিত হয়ে যায়।  বিছানায় শুয়ে শুয়ে বড় মনে পড়ছিলো আমাদের ছোটবেলার কথাগুলো, খড়্গপুরের স্মৃতিগুলো : আমাদের খড়্গপুর আর সেরকম নেই জানি।  থাকবেই বা কি করে ? যারা সেই ভিটে কে মামাবাড়ি করে তুলেছিল, তারা তো সকলেই এক এক করে চলে গেলো।  ছোটরা পরিবার-বন্ধুদের মায়া ত্যাগ করে কর্মসন্ধানে বিদেশে পাড়ি দিলো আর বড়োরা একেবারে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক...