আর কটা দিন অপেক্ষা করলে পারতিস,
বেশি নয় মাস দেড়েক....
তুই তো জানতিস আমার সময় লাগে,
অত তাড়াতাড়ি পারিনা ভালোবাসতে
অত তড়িঘড়ি পারিনা কথা দিতে
আসলে তুইও খুব অভিমানী - আমার মতো
যেদিন প্রথম দেখা হওয়ার কথা ছিল -
আমার আসতে দেরি হল বলে তুই রাগ করলি
ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লি,
কলেজের গেটের বাইরে-
তুই তো জানতিস আমার একটু সময় লাগে,
সময়ে আমি কাঁচা
সেদিনও অপেক্ষা করেছিলাম আমি
ঝিলের পাড়ে
দেড় ঘন্টা,,,,
সময় বদলালো, শহর বদলালো
তোর আর আমার অন্য মুলুক
তুই চিঠি পাঠালি 'প্রেম করবি?'
বিশ্বাস কর, বলতে চেয়েছিলাম 'হ্যাঁ'
কিন্তু সাহস হয়নি
তুই তো জানতিস আমার একটু সময় লাগে...
বাবা বলেছিলেন
ভালোবাসা টা 'ম্যাগি' নয়
স্তরে স্তরে মসলা মাখিয়ে
হাল্কা আঁচে তৈরি,
ভালোবাসা টা আসলে বিরিয়ানি
আমিও তাই স্তরে স্তরে
তোকেই ভালোবেসে ফেলেছিলাম
তবু জানতাম
সঠিক সময়ে আসলে
সেদিন তোকে বলব।
হয়ত পঞ্চমীর দিন ম্যাডক্স স্কোয়ারে
তোর হাত টা ধরে বলতাম,
হয়ত ডিসেম্বরে শহরে ফিরে,
তোর পাশেই মিছিলে হাঁটতাম
তোর উষ্ণ জ্যাকেটে মুখ গুঁজে
ট্যাক্সি করে বাড়ি ফিরতাম
হয়ত তুইও ভালোবাসতিস
হয়ত আমিও ভালোবাসতাম।
শুধু আর কটা দিন অপেক্ষা করলে পারতিস
তুই তো জানতিস আমার সময় লাগে
অত তাড়াতাড়ি আমি পারিনা
....
Comments
Post a Comment