Skip to main content

Posts

Showing posts from March, 2024

শ্রীচরণেষু মা - A series of unsent letters to my mother

পর্ব ৩  শ্রীচরণেষু মা, শীত , বসন্ত, গ্রীস্ম পেরিয়ে তোমার পাঠানো জিনিস হাতে পাই কাল সন্ধ্যেবেলায়; সাথে এক খানা কাগজ।  ভাবলাম হয়তো চিঠি লিখেছো আমাকে, তারপর দেখলাম যে ওষুধ পাঠিয়েছিলে সেই ডাক্তার এর প্রেস্কিপশন মাত্র। অতঃপর মন খারাপ এই হোক বা তোমার আঙ্গুল যে চাল এর ঠোঙা ছুঁয়েছে, সেই ঠোঙা বহু হাজার মাইল অতিক্রম করে আমার কাছে এসে পৌঁছেছে, এই অনুভূতির কাছে অবদমিত হয়েই হোক, চোখে জল এল। এক-দুই ফোঁটায় তাকে থামানো গেলো না ।  সহস্র ধারায় বয়ে চললো সে।  বিকেল তখন পরে আসছে।  বাইরে সূর্য মধ্যগগন থেকে নেমে এসে উঁকি দিচ্ছে আমার পশ্চিম এর জানলা দিয়ে: তার অগাধ কৌতূহল আমার মা এর বিদেশ থেকে পাঠানো দ্রব্যাদির ওপর। সারাদিনের ক্লান্তি বুকে নিয়েও অনেক্ষন, প্রায় ঘন্টা দেড়েক তোমার পাঠানো পাঁচফোড়ন এর প্যাকেট , চালের ঠোঙা, চানাচুর, আমার ফেলে আশা জামা গুলো নাড়াচাড়া করলাম, বুকে জড়িয়ে ধরে কাঁদলাম।  এ কি মায়া , ঈশ্বর এ জানেন। এ কি যে একটা মানসিক দ্বন্ধ আমি আগে কখনো অনুভব করিনি। বিদেশের এক ঘরের বাড়িতে, শুধু ভালো পদোন্নতি আর টাকার জন্যে এই প্রতিনিয়ত নির্যাতন।  দুঃখ হ...

Claws at me

The claws are all at me: sinister and ominous, luring me into the dark alleys of my head, where all my courage  and will power lay, stabbed brutally. Their carcasses prophetic  of an imminent catastrophe. And yet, I want to thrive in this hell. And yet, what demon in me thinks  I can defeat the horror? To burn in humane, but to rise again from the burnt is not. The body I carry with me tells me I am human. The soul within, agrees not.