Most people that I have met in life have found my name intriguing, enigmatic or colloquially what you call a 'jaw-breaker'. Therefore, much to my dissent, my name got conveniently shortened to 'Shreya' or 'Shrey'. It irked me majorly because 'Shreya' is also a different name within the Bengali culture. It felt like an imposition of a person or personality that I were not. Over a period of time overstimulation forced me to accept the fait accompli until, a friend started using the word 'Shree' to address me affectionately. Intuitively, effortlessly and organically I felt like my personality fell in perfect symphony with being called 'Shree', so much so that, subconsciously, I also had started to address myself as 'Shree' soon afterwards. Needless to say, the shift in cultural paradigm as I immigrated from India to USA was vast and diverse. Surprisingly however, it made me cling on desperately to the vestiges of my roots and identi
পর্ব ৩ শ্রীচরণেষু মা, শীত , বসন্ত, গ্রীস্ম পেরিয়ে তোমার পাঠানো জিনিস হাতে পাই কাল সন্ধ্যেবেলায়; সাথে এক খানা কাগজ। ভাবলাম হয়তো চিঠি লিখেছো আমাকে, তারপর দেখলাম যে ওষুধ পাঠিয়েছিলে সেই ডাক্তার এর প্রেস্কিপশন মাত্র। অতঃপর মন খারাপ এই হোক বা তোমার আঙ্গুল যে চাল এর ঠোঙা ছুঁয়েছে, সেই ঠোঙা বহু হাজার মাইল অতিক্রম করে আমার কাছে এসে পৌঁছেছে, এই অনুভূতির কাছে অবদমিত হয়েই হোক, চোখে জল এল। এক-দুই ফোঁটায় তাকে থামানো গেলো না । সহস্র ধারায় বয়ে চললো সে। বিকেল তখন পরে আসছে। বাইরে সূর্য মধ্যগগন থেকে নেমে এসে উঁকি দিচ্ছে আমার পশ্চিম এর জানলা দিয়ে: তার অগাধ কৌতূহল আমার মা এর বিদেশ থেকে পাঠানো দ্রব্যাদির ওপর। সারাদিনের ক্লান্তি বুকে নিয়েও অনেক্ষন, প্রায় ঘন্টা দেড়েক তোমার পাঠানো পাঁচফোড়ন এর প্যাকেট , চালের ঠোঙা, চানাচুর, আমার ফেলে আশা জামা গুলো নাড়াচাড়া করলাম, বুকে জড়িয়ে ধরে কাঁদলাম। এ কি মায়া , ঈশ্বর এ জানেন। এ কি যে একটা মানসিক দ্বন্ধ আমি আগে কখনো অনুভব করিনি। বিদেশের এক ঘরের বাড়িতে, শুধু ভালো পদোন্নতি আর টাকার জন্যে এই প্রতিনিয়ত নির্যাতন। দুঃখ হলে কাউকে জড়িয়ে ধরার নেই, শরীর খা